এখন সময় এসেছে চট্টগ্রাম চেম্বারকে মেরামত করার

বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্ট সমবায় সমিতির সভায় বক্তারা

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধক, বন্দর ট্যারিফ, কাস্টমস ভ্যাটের হয়রানিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অযৌক্তিক কার্যক্রমের প্রেক্ষিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ অক্টোবর বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্ট সমবায় সমিতি লিমিটেড চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বন্দরের বর্ধিত ট্যারিফ, কাস্টমস ভ্যাটের হয়রানি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে অতীতেও কাজ করেছি, বর্তমানেও কাজ করছি। যেটির সুফল আপনারা দেখতে পাচ্ছেন। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সব সময় এক। বিগত সময়ে চেম্বার নিয়ে কথাও বলতে পারিনি। এখন সময় এসেছে চেম্বারকে মেরামত করার। আমরা চাইগণতান্ত্রিক উপায়ে ব্যবসায়ীরা ভোটের অধিকার ফিরে পাক।

প্রধান বক্তার বক্তব্যে বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি ও ফোরাম সভাপতি এম এ সালাম বলেছেন, আমীর হুমায়ুন মাহমুদ ভাই একজন অকুতোভয় লিডার। তাঁর শিপের পরিচয় দেখেন, ব্যবসায়ীক পরিচয় দেখেন?। আমি মনে করি তিনি সঠিক লিডার নির্বাচন করেছেন। আমি ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন।

বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্ট সমবায় সমিতি লিমিটেড চট্টগ্রামের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং এসোসিয়েশনে সভাপতি মো. আমজাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। সঞ্চালনা করেন বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্ট সমবায় সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

একইদিন সন্ধ্যায় ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং’র উদ্যোগে আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শফিক আহমদ। দুটি সভায় চট্টগ্রামের ৭ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

দল যার যারচেম্বার সবার’ এই স্লোগানে চেম্বার নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম থেকে উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম।

অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, মো. মশিউল আলম, বিজিএমইএ’র সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ। পরে ফিশারিঘাট মৎস্যজীবী সমিতি অফিস, চট্টগ্রাম মৎস্যজীবী সমিতি ও আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টে গণসংযোগ করে ইউনাইটেড বিজনেস ফোরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক আটক
পরবর্তী নিবন্ধচুপ থেকে সুখে থাকা যায়?