গতকাল শুক্রবার সকাল সোয়া নয়টার সময় সিলসিলাহ–ই–আলীয়াহ জাহাঁগীরিয়ার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর–মুর্শিদ– হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর ইন্তেকালে দেশ–বিদেশের বিভিন্ন সিলসিলাহ’র সকল সাজ্জাদানশীন, সারা দেশের ভক্ত–মুরিদ, আশেক ও অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হজরতের (ক.) নামাজে জানাজা আজ শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তাঁর সাজ্জাদানসীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।












