গাউছুল আজম মাইজভাণ্ডারী স্মরণে ‘মানবিক সমাজ গঠনের ভিত্তি সুফিবাদ চর্চা’

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (.)-এঁর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর উদ্যোগে এক ‘ইনভাইটেড টক’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ ডিরি কনফারেন্স হলে আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল : “সোসিওলজি অব সুফিজম: প্র্যাকটিসিং সুফিজম ইন বাংলাদেশ অ্যান্ড দি টিচিংস অব মাইজভাণ্ডারিয়ান অ্যাপ্রোচ”। সুফিবাদ ও এর সমাজতাত্ত্বিক প্রভাব নিয়ে গভীর আলোচনার জন্য দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষকগণ এতে অংশ নেন। আলোচনা সভায় সেশন চেয়ার হিসেবে সভাপতিত্ব করেন ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাইজভাণ্ডারী দর্শন মানবতা, নৈতিকতা, ও ধর্মসাম্যের এক পূর্ণাঙ্গ তরিকা। এই তরিকা যুগে যুগে ভ্রাতৃত্ব, সহনশীলতা ও ভালোবাসা শিক্ষা প্রদান করেছে, যা বর্তমান বিশ্বের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি তার গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, সুফিবাদ একটি নীরব সামাজিক শক্তি, যা বাংলাদেশের গ্রামীণ জনপদে শান্তি ও সংহতি বজায় রাখতে দীর্ঘকাল ধরে কাজ করছে। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ডিরি’র সেক্রেটারি জেনারেল কাজী মো. সাইফুল আসপিয়া।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমর্জাখীল দরবারের পীর সাহেবের ইন্তেকাল