বাঁশখালীতে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়িতে কাভার্ডভ্যান চাপায় মো. ফাহিম () নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের ছেলে। গতকাল শুক্রবার সকালে পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম নামের শিশুটি সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী কাভার্ডভ্যানের (ঢাকামেট্রো: ১৫১১৯৩) চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফাহিম পরিবারের ১০ বোনের একমাত্র ভাই ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি জব্দ করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে।নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বলে তিনি জানান ।

পূর্ববর্তী নিবন্ধদেশব্যাপী ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী স্মরণে ‘মানবিক সমাজ গঠনের ভিত্তি সুফিবাদ চর্চা’