লিও ক্লাব অফ চিটাগংয়ের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় গতকাল শুক্রবার ড. এনামুল হক রোডস্থ (কলেজ রোড) লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে লিও জেলা ৩১৫ বি–৪, বাংলাদেশের বিভিন্ন ক্লাবের প্রতিশ্রুতিশীল ও আগ্রহী লিওদের নিয়ে ডায়েবেটিস চেক–আপ, ব্লাড প্রেসার মাপা, ব্লাড গ্রুপিং নির্ণয় ও ফটোগ্রাফি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
লিও ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন। স্বাগত বক্তব্য দেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার ও জোন চেয়ারপার্সন লায়ন আব্দুর রব শাহীন। উদ্বোধনী পর্বে নির্দেশনামূলক বক্তব্য দেন, হাঙ্গার চেয়ারম্যান ও লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন মো. খোরশেদ আলী। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন লিও জেলা প্রেসিডেন্ট লিও মো. শওকত হোসেন, ট্রেজারার লিও হোসেন মো. ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি লিও শেখ মুনতাসির মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












