পটিয় উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগ সংগঠনের প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়ার যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।
উপজেলা যুবদলে আহ্বায়ক ইয়াসিন আলফাত ইয়াসিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরীর (পিবলু) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন, জালাল উদ্দীন ছোটন, হাজী টিংকু, হারুনুর রশিদ দুলাল, রবিউল হোসেন সৌরভ, সদস্য শিবলু, আব্দুল মজিদ, তাসফীক, মো: নুরু, মো: ছবুর, মোঃ নবী, লোকমান, সুজন, মোজাম্মেল, দিদার প্রমুখ।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি এনামুল হক এনাম বলেন, আগামী ২৭ অক্টোবর সাতকানিয়ার কেরানী হাটে দক্ষিণ জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন ও ১ নভেম্বর পটিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন সফল করতে পটিয়ার যুবদল নেতৃবৃন্দকে সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করতে হবে। এর মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের হাত শক্তিশালী করে জাতীয়তাবাদী শক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।












