নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সামনে রেললাইন সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোমো. রবিউল ইসলাম ওরফে গাটু (২৪), আলমগীর হোসেন ওরফে ডাকু (২৩), মো. মেহেদী হাসান সাগর (২৮), মো. ইমন (২৫) ও মো. শাহাদাত খান সবুজ (২৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সামনে রেললাইনের পাশের একটি নির্জন স্থানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত দা, টিপছোরা, ছুরি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় আনা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভা