পটিয়ায় আলোচিত রাজু হোসেন রাসেল (২৪) প্রকাশ ‘গুলি রাজু’ হত্যা মামলার পলাতক আসামি মো. জায়েদুল ইসলাম ওরফে জায়েদ (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পটিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। জায়েদুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ছাপড়হাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পটিয়া পৌরসভার তালতলা চৌকি এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৭ এপ্রিল বিকাল ৪টার দিকে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পল্লীমঙ্গল লোকনাথ মন্দিরের পেছনে রাজু হোসেন রাসেলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এর আগে এই হত্যা মামলার আরেক আসামি মুহাম্মদ তাঈম হোসেন আসফিকে (২০) গত ৬ এপ্রিল গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দিতে রাজু হত্যাকাণ্ডে জায়েদুলের সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে পলাতক জায়েদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকেও আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি প্রদান করেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












