হাটহাজারী পৌরসভার আলীপুর রাহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. তানবিরের হত্যাকারী ও সহযোগীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে হাটহাজারী মডেল থানার সামনে হত্যাকান্ডের শিকার তানবিরের এলাকাবাসী ও হাটহাজারীর বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তানবিরের খুশি ও সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের পূর্বের গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন বলেও ঘোষণা দেন।
মানববন্ধন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন মুনির, বিএনপি নেতা খায়রুন্নবী, শিক্ষক চাঁন মিয়া, প্রভাষক আরিফুর রহমান জুয়েল, এ্যাড. মো. রিয়াদ উদ্দিন, বিএনপি নেতা মো. জাকির হোসেন, আবদুস শুক্কুর মেম্বার, আকরাম উদ্দীন পাভেল, মো. হাবিব, মো. খন্দকার, মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান, স্কুলের প্রাক্তন ছাত্র মো: মামুন প্রমুখ।












