কর্ণফুলীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের।

পুলিশ জানিয়েছে, বিকেল সোয়া ৪টার দিকে চট্টমেট্রো জ১১১১৬৫ বাসটি পেছন থেকে অপর একটি বাসের ধাক্কা দিলে ধাক্কা দেওয়া বাসটির সামনের গ্লাসগুলো ভেঙে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে পড়েন বলে পুলিশের দাবি। এছর অন্য বাসটির ক্ষয়ক্ষতি না হওয়াতে দুর্ঘটনার স্থান থেকে সরে যায়। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের বলেন, ঘটনার পরপরই পেছন থেকে ধাক্কা দেওয়া বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত নেই।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এসডিজি ফেস্টিভ্যাল অব এ্যাকশন