খুব জানতে ইচ্ছে করে

নিগার সুলতানা | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

এখন তুমি কেমন আছো

ভাবছো কি এই আমাকে

খুব জানতে ইচ্ছে করে।

গভীর রাতে দূর আকাশে

ঐ তারাটি আমার পানে

তাকিয়ে থাকে,

সেই তারাটি তুমি নাকি

খুব জানতে ইচ্ছে করে।

হুর পরীরা যখন তোমায়

গানের সুরে দোলনা দোলায়,

তখন তুমি আমার কথা ভাবছো নাকি

খুব জানতে ইচ্ছে করে।

শুয়ে আছো সোনার খাটে

স্বর্গে তোমার বসত ভিটে,

আমি বিনে কি সুখে আছো

খুব জানতে ইচ্ছে করে।

এখনো কি আগের মত

সব ফুলেরই সৌরভ মেখে

দাঁড়িয়ে আছো ঠায়,

আমার অপেক্ষায়

খুব জানতে ইচ্ছে করে।

কখন যাবো তোমার কাছে

দেখতে চাই মন ভরে,

তোমারও কি আমার মত

খুব নিশিতে অশ্রু ঝরে

খুব জানতে ইচ্ছে করে।

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে হাট’র জৌলুস
পরবর্তী নিবন্ধচিকিৎসা বিজ্ঞানের দ্রুত উন্নতিতে অসংক্রামক ও সংক্রামক রোগের প্রতিরোধ ও প্রতিকার এবং করণীয়