চট্টগ্রাম শহরের একটি বস্ততম এলাকার নাম বহদ্দার হাট। এখানে কাঁচা বাজার, শপিং মল, মসজিদ, আবাসিক এলাকা পুলিশ ফাঁড়ি ইতাদি রয়েছে। সি. ডি. এ. এভিনিউ, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, আরকান রোড, খাজা রোড সহ আরও কয়েকটি সড়ক বহদ্দার, হাটে এসে মিলিত হয়েছে। এ সমস্ত সড়কে প্রচুর গাড়ি চলাচল করে। অনেক মানুষের সমাগম হয়। তবে সমস্যা হল বাস, ট্রাক, লরী, রিক্সা ইত্যাদিতে যাত্রী ঊঠানামা করার সময় ভীড় লেগে যায়। যানজটের সৃষ্টি হয়। সব চেয়ে বেশি ভীড় হয় সি.ডি–এ এভিনিউতে। এই সড়কের এক পাশে চলছে সেনা বাহিনীর সহায়তায় খাল নির্মাণের কাজ এবং নেই কোনো ফুটপাত। দূর পাল্লার যাত্রীবাহী বাস এই রোডকে বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে যানজটের সৃষ্টি করে। রোডের পাশ্বে রয়েছে ১০ ফুট গভীর খাদ। খাদের কিনারা দিয়ে চলাচল করা বিপজ্জনক। বিপদের ঝুঁকি মাথায় নিয়ে পথচারীরা মসজিদে যায়, বাজার করে। এ সমস্ত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ শাহ নওয়াজ
২৫১ শুলক বহর, চকবাজার, চটগ্রাম।












