খেলাটা বেশ জমছে

আশফাকুর রহমান বিপ্লব | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

ধরি মাছ না ছুঁই পানি

এমন ধারা চলছে

কাকে ছেড়ে কাকে টানি

খেলাটা বেশ জমছে।

কাছের জনা হাতে গনা

মুখোশগুলো চেনা

ভদ্র বলে নম্র থাকায়

কিছুই বলা যায় না।

সবাই যাদের খালু

সবখানেতেই আছেন

সব সিজনের আলু।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দার হাটে নিত্য যানজট ও পথচারীর সমস্যা
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে হাট’র জৌলুস