খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজের পাটাতন দেবে গিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দীঘিনালা–লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মালবাহী একটি কাভার্ডভ্যান বেতছড়ি সেতুর পার হওয়ার সময় একটি পাটাতন দেবে যায়। পরে কার্ভাডভ্যানটি উদ্ধার করার সময় আরো কয়েকটি পাটাতন দেবে যায়। এতে বেইলি ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি চলাচল করলেও মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাঙামাটির লংগদুর সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে আমাদের কর্মীরা কাজ করছে।












