ঢাকায় ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। গতকাল সকালে ওয়েস্ট ইন্ডিজ দল এবং বিকেলে বাংলাদেশ দল চট্টগ্রামে এসে পৌঁছায়। দুই দলেরই অবস্থান হোটেল রেডিসনে। আগামী সোমবার চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৯ এবং ৩১ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে।
সমপ্রতি সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সে সুখস্মৃতি নিয়ে এবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আজ দুই দল অনুশীলনে নামবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ দল দুপুর ২টা থেকে আর স্বাগতিক বাংলাদেশ দল সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন করবে। বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্য গতকাল চট্টগ্রামে এসে পৌঁছালেও এর আগে অধিনায়ক লিটন দাশসহ ছয় ক্রিকেটার চট্টগ্রামে আসেন, যারা ওয়ানডে দলে ছিলেন না। গতকাল চট্টগ্রামে পৌঁছা বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছিলেন একেবারে ফুরফুরে মেজাজে। কারণ আগের রাতেই যে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়ে এসেছে।












