নগরীর আকবর শাহ থানাধীন মির্জা আহম্মদ ইস্পাহানি স্কুলের সামনে একটি চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা ১০ মিনিট পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানিয়েছে, কাভার্ডভ্যানের ভিতরে মোটরসাইকেল, মোবাইলের সামগ্রী, ইলেক্ট্রিকাল মালামাল ছিল। অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গিয়েছে এবং ৮৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, কাভার্ডভ্যানের ভিতরে মালামালের ঘর্ষণের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।












