চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ঈগলু আইসক্রিম কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী যুবক।
আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা সার্ফারি পার্কের নিকটে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির হোসেন সাগর (২২)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুরের বামনা ছড়ার আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের পুত্র।
মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান- কক্সবাজারমূখী ঈগলু আইসক্রিমের দ্রুতগতির কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ওই যুবক।
ওসি মালুমঘাট হাইওয়ে থানা আরও জানান- নিহত মোটরসাইকেল আরোহী সাগরের এক ভাই রামু ক্যান্টনমেন্টে কর্মরত আছেন। হয়তো মোটরসাইকেল নিয়েই কক্সবাজার বেড়াতে এসে ফিরে যাওয়ার সময়ে এই দুর্ঘটনার কবলে পড়েন যুবক সাগর।
তিনি জানান- দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।












