রাশিয়ার উরালে এক গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার এক আঞ্চলিক গভর্নর। চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় হওয়া এই বিস্ফোরণে আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে গভর্নর অ্যালেক্সি তেক্সলারের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। গভর্নর নাম না বললেও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের হাতে আসা ভিডিও দেখে কোপিস্কের প্লাসৎমাস্ত কারখানায় বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ কী তা বলেনি কর্তৃপক্ষ। তবে এটি যে ‘ড্রোন হামলা’ নয় তা জোরের সঙ্গে বলেছেন তেঙলার। খবর বিডিনিউজের।
গত বুধবার রাতে প্রথম এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালেও উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলেছে। কারখানার ১২ কর্মীর খোঁজ এখনও মেলেনি, বলেছেন তেঙলার। শুক্রবার এ ঘটনায় উরালে শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।












