দিল্লিতে পুলিশের সঙ্গে গোলাগুলি, ৪ শীর্ষ ফেরারী অপরাধী নিহত

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বিহার রাজ্য থেকে আসা চারজন শীর্ষ ফেরারী অপরাধী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নিহত এসব অপরাধী কুখ্যাত ‘সিগমা গ্যাং’ এর সদস্য বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

দিল্লি পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, পুলিশ ওই অপরাধী দলের সদস্যদের রাস্তায় আটকানোর চেষ্টা করলে তারা পুলিশের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের পাল্টা গুলিতে ওই চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।

এই অপরাধীরা কারা ?

এই শীর্ষ অপরাধীদের রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনিষ পাঠক (৩৩) ও আমান ঠাকুর (২১) বলে শনাক্ত করা হয়েছে। রঞ্জন পাঠক তাদের নেতা ছিলেন। বছরের পর বছর ধরে সিগমা গ্যাং বিহারজুড়ে চাঁদাবাজি ও ভাড়াটে হত্যাকারী হিসেবে একের পর এক অপরাধ করে আসছিল। তার রাজ্যজুড়ে অপরাধের বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

পুলিশের অভিযোগ, রঞ্জন পাাঠক ওডিও বার্তা পাঠিয়ে ও সামাজিক মাধ্যমে পুলিশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। তারা বিহারের আসন্ন নির্বাচন ঘিরে বড় ধরনের ষড়যন্ত্রের জাল পাকিয়েছিল। রঞ্জনকে গ্রেপ্তারের জন্য ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিদ্রোহীদের দখল থেকে ‘অনেক এলাকা পুনরুদ্ধার করেছে’ মিয়ানমার সেনাবাহিনী