নৃত্যশিল্পী থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী হয়ে উঠলেন নামিয়া

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

ব্যান্ড তারকা নগর বাউল মাহফুজ আনাম জেমস প্রকাশ করলেন তার তৃতীয় বিয়ের খবর। সেই সঙ্গে এই কিংবদন্তি গায়ক জানিয়েছেন ৬১ বছর বয়সে বাবার হওয়ার খবরও। এই দুটি ঘটনাই দেশের সাংস্কৃতিক অঙ্গনে হয়ে উঠেছে আলোচনার বিষয়।

২০২৩ সালে নগর বাউলের আমেরিকা সফরই এই প্রেমের সূচনা করে। লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের সময় জেমসের সঙ্গে পরিচয় হয় নামিয়া আমিনের। এই পরিচয়ই ধীরে ধীরে গড়ায় ঘনিষ্ঠতায় এবং শেষ পর্যন্ত পরিণয়ে। আমেরিকা ট্যুর শেষে জেমস দেশে ফিরে এলেও, দুজনের সম্পর্ক থেমে থাকেনি। মনের টানে নামিয়াও ছুটে আসেন বাংলাদেশে। এরপর ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তারা বসবাস করছেন জেমসের বনানীর বাসায়। বিয়ের মাত্র এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবন পূর্ণতা পায়। ২০২৫ সালের ৮ জুন, স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া আনাম জন্ম দেন তাদের প্রথম পুত্রসন্তানের। সদ্যোজাত শিশুটির নাম রাখা হয়েছে জিবরান আনাম। এই সুখবরে জেমসের ভক্ত ও শুভাকাঙ্‌ক্ষীরা যেমন আনন্দিত, তেমনি এই পরিবর্তন জেমসের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার কাছের মানুষেরা।

পূর্ববর্তী নিবন্ধতামিম-লিটনের পরেই সৌম্য-সাইফ
পরবর্তী নিবন্ধসদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ