সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বার্ষিক ইনডোর গেমসের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২৩ অক্টোবর ব্যাপক উৎসাহ–উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভার্সিটির কো এন্ড একস্ট্রা কারিকুলার কমিটির আহবায়ক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাস্সের আলী। মাসব্যাপী ইনডোর গেমসে এবার ১২টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী–শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারি অংশগ্রহণ করেন।












