যে কোনো কিছুর বিনিময়ে লেখাপড়া করতে হবে

রাউজান কলেজ ছাত্রদলের নবীন বরণে গিয়াস কাদের

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার্থীদের সব আবদার রাখার প্রতিশ্রতি দিয়ে নিজের একটি আবদার আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো কিছুর বিনিময়ে লেখাপড়া করতে হবে। আমি লজ্জিত হই যখন আমি দেখি আমার এখানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার রাউজান সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে ঝড়ে না পড়ে সেজন্য ছাত্রদলকে কাজ করার আহবান জানান তিনি। এতে প্রধান বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী।

সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির। কলেজ ছাত্রদল নেতা মো. ফাহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, পৗরসভা যুবদলের সাবেক সভাপতি রেজাউর রহিম আজম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু লিটন মহাজন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, কলেজ শিক্ষক জহূরুল আলম জিবন,শওকত ইবনে হোসেন, শাহাদাত মির্জা, তসলিম উদ্দিন, হাসান বাহাদুর, সাইফুল আজম ছোটন, আরিফুল ইসলাম, এমএস নেওয়াজ, বাপ্পা কুমার দাশ, জাহেদুল ইসলাম, মুরাদ, ফরিদুল আলম, পারভেজ, সোহেল খান, মোহাম্মদ রুমান। উপস্থিত ছিলেন রবিন, রুমান, ফয়সাল, নাফিস, আশরাফুল, ফাহিম, নিলয়, তাসিফ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।

ওয়াহেদ, প্রিতুন, শাহেদ, আশিক, টুটুল, তাবাব, রওশন, সৈকত, জিসান, আলিফ,আরিফ, রিজভী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইবিডব্লিউএফের ত্রৈমাসিক সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কয়েক লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার