হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শফিউল আলম। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন লায়ন এমএইচ শাহ বেলাল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মনজুর আলম, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাশ, সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ বেলাল হোসেন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ বেগম, এনআরবি ব্যাংকের হেড অব আইসিসিডি মোহাম্মদ কায়সার, কর পরিদর্শক এস এম নুরুল্লাহ জাহেদ, বাংলাদেশ শিপিং কর্পোরশনের সহকারী ব্যবস্থাপক রাশেদা বেগম, প্রকৌশলী মোহাম্মদ আহসান উদ্দিন রাজু, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন), ডা. ফাহমিদা মনসুর, প্রকৌশলী রকি মল্লিক, অ্যাডভোকেট মোহাম্মদ মোরশেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান মজুমদার, ডা. ফোরকানুর রহমান আজাদ, ডা. ফারজানা জামাল, ডা. নুরুল আফসার আশিক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষক–কর্মচারী ও স্কাউট, গার্লস গাইডের সদস্যরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে অতিথিবৃন্দ উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












