অধ্যাপক ডা. রিদওয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচি

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

স্বনামধন্য চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের পরিবার, সতীর্থ, ছাত্র এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সিএসসিআর এসব কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে আজ শুক্রবার সকাল ৮টা থেকে মরহুমের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলাস্থ কাঞ্চনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হবে। এই কর্মসূচিতে ৫০ জন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন। দুপুরে কাঞ্চনা গ্রামের দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। আগামীকাল সিএসসিআরএর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সিএসসিআর এর মসজিদে বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. রাশেদা সামাদ মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে তিনদিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২৬ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে : নাজিমুর রহমান