চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী ২৬ অক্টোবর রোববার থেকে ২৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গতকাল সম্মেলনকে সামনে রেখে সিভাসুর প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিভাসুর উপাচার্য ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
তিনি বলেন, সম্মেলনের আলোচ্য ৭টি সাব–থিম হলো– পশু ও পোল্ট্রি ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণ, জেনেটিক টুলসের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, পোষাপ্রাণী ও বন্যপ্রাণীর স্বাস্থ্যসেবা, ওয়ান হেলথ ব্যবস্থা ও গবেষণায় উদ্ভাবন। তিনি বলেন, রোববার বিকাল ৩টায় সিভাসুর অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। সভাপতিত্ব করবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসুর’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। দ্বিতীয় দিনের প্রথম অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব (বিষয়: অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ব্লু ইকোনমি ইন বাংলাদেশ)। দ্বিতীয় অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবু রেজা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ, চট্টগ্রামের প্রখ্যাত ইন্টারনিস্ট ও নেফ্রোলজিস্ট প্রফেসর ড. এমরান বিন ইউনুস। তৃতীয় দিনের (২৮ অক্টোবর) প্রথম অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের মহারাষ্ট্র অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল সামাদ, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রোবোধ বোরাহ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল আলিম দ্বিতীয় অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন। উপাচার্য বলেন, ২৮ অক্টোবর বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওমর ফারুক ইউসুফ। সমাপনী বক্তব্য প্রদান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। উপাচার্য জানান, বিগত ২০০৩ সাল থেকে আমরা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় এবার সিভাসু’তে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমরা সম্মেলন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনের বৈজ্ঞানিক সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের প্রথম দিন থেকেই গবেষক ও দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে উম্মুক্ত থাকবে স্টল।










