সুলতানপুর কালী বিগ্রহ মন্দিরে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাউজানের সুলতানপুর কালী বিগ্রহ মন্দিরে ৪দিন ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, রক্তের গ্রুপ নির্ণয়, বস্ত্র বিতরণ করা হয়। গত সোমবার এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন প্রকৌশলী বিপ্লব দাশ। লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, লায়ন প্রকৌশলী বিপ্লব দাশ, লায়ন পার্থ ভট্টাচার্য্য, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি, ওয়াহিদ ইসলাম সিকদার, পরেশ কুমার চৌধুরী, লায়ন ইফতেকারুল আলম, লায়ন নুরুল কবির বাবুল, লায়ন সমীর দাশ, লায়ন যতিন্দ্র কুমার সাহা, লায়ন সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, সাংবাদিক প্রদীপ শীল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দাশগুপ্ত। সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন শাহজাহান সাহিল, শহীদ চৌধুরী, অরুন পালিত বাসু, সুমন দাশগুপ্ত, দীপক তালুকদার, দীপ্ত চৌধুরী, শ্রীমান দাশগুপ্ত। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অরুণ দাশ, শিল্পী কানু রাম দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধঘাসফুল পরাণ রহমান স্কুলে চক্ষু পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান