খাগড়াছড়িতে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে এসব সেবা দেয়া হয়।
এ সময় চিকিৎসকরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও নারী স্বাস্থ্যসহ বিষয়ক সেবা দেওয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হয়। পরামর্শ প্রদান করেন। বিনামূল্যে স্বাস্থ্যেসবা পেয়ে খুশি অবহেলিত ও নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে হতদরিদ্র অসহায় মানুষ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে আয়োজকরা।












