খুলশীতে সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, গ্রেপ্তার ৭

লুণ্ঠিত গাড়িসহ সব মালামাল উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তরদক্ষিণ) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে। গত বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলআব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। এসময় ডাকাতদল বাসার দুইজন মহিলাসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে। ডাকাত দল বাদীর বাসা থেকে ১টি টয়োটা করলাক্রস হাইব্রিড ২০২২ মডেলের নতুন প্রাইভেট কার; যার মূল্য ৪৫ লক্ষ টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী ডিবির এসআই মো. মহিউদ্দিন রাজু জানান, গত বুধবার নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস হাইব্রিড নতুন গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পুলিশ জানায়, ডাকাতির ঘটনা ঘটে ১০ অক্টোবর। নগরের খুলশী এলাকায় একটি বহুতল ভবনের চারতলার ফ্ল্যাটে একটি টিভির সাংবাদিক পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি টিম প্রবেশ করে।

একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা ৪৫ লাখ টাকা দামের টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যায়। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন তারা টেলিভিশনের সাংবাদিক সেজে হাতে মাইক্রোফোন নিয়ে যায়। কিন্তু তারা কেউ সাংবাদিক না। নগরের বিভিন্ন জায়গায় দোকানে কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধযদি কখনো ভুল হয়ে যায়, ক্ষমা চাই : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধআমেরিকা থেকে আমদানি করা গমের প্রথম চালান বন্দরে পৌঁছাবে কাল