বার্সেলোনা সেনসেশন লামিনে ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয় করে ফেলেছেন। এরই মধ্যে বনে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ফুটবলারদের বাজার মূল্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ট্রান্সফার মার্কেটের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বার্সা তারকার বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন তিনি। এই বয়সেই জিতেছেন দুইটি লা লিগা শিরোপা, স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব। ক্লাব কিংবা দেশ সর্বত্রই আছেন পাদপ্রদীপের আলোয়। ২০২৫–২৬ মৌসুমের শুরুতেই বিশ্বের সবচেয়ে দামি ১০০ ফুটবলারের তালিকা করেছে ট্রান্সফারমার্কেট। তাদের অক্টোবরের আপডেট অনুযায়ী, ইয়ামালের পর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন তিন তারকা রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। তিনজনেরই বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো।