আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি সোবহানা জ্যোতিদের

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৪৫ অপরাহ্ণ

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন সোবহানা মোস্তারি। ফিফটি ছোঁয়া ইনিংসে উন্নতি করেছেন র‌্যাংকিংয়েও। নারী ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। বর্তমানে ৫৭তম স্থানে আছেন মোস্তারি। মোস্তারি ছাড়াও ব্যাটিংয়ে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি। দুই ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন সুপ্তা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন তিনি। ২ ধাপ এগিয়ে জ্যোতির অবস্থান ৩৪ তম।

পূর্ববর্তী নিবন্ধবেইজ বিলিয়াডর্সের এইট বল পুল সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অ্যানুয়াল স্পোর্টস সম্পন্ন