‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ মুছাসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা খাগড়াছড়িতে পাহাড়ি সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ, সরু সড়কের সমপ্রসারণ এবং সড়কের বাঁক কমানোর দাবি জানিয়েছে। ড্রাইভিং লাইন্সেস ছাড়া গাড়ি চালানো বন্ধ, দুর্ঘটনা রোধে চাঁন্দের গাড়িগুলোর মানোন্নয়ন এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন পরিবহন মালিক ও শ্রমিকেরা।












