বাসার ফ্লোরের নিচে ৩১টি পদ্মগোখরার বাচ্চা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:২৫ অপরাহ্ণ

হাটহাজারীতে ৩১টা বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা ও ৪০টা ডিমের খোসা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। গতকাল বুধবার পৌর সদরের ১১ মাইল এলাকার মিঠাছড়ার কূল ৩ নং ওয়ার্ডের একটা বাসা থেকে ২টা রুমের ফ্লোর ভেঙে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিবের নেতৃত্বে ৩১টা বিষধর পদ্মগোখরার বাচ্চা ও ৪০টা ডিমের খোসা উদ্ধার করা হয়। এ সময় তাকে সহযোগিতা করেন জিসাত। পরে উদ্ধারকৃত সাপগুলো হাটহাজারী ১১ মাইল বনবিভাগের সহযোগিতায় গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআমরা ক’জনা পূজা পরিষদের স্মারকগ্রন্থ উন্মোচন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত