কর্ণফুলী থেকে বালু তোলায় ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর বেতাগী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লক্ষ্মীপুর জেলার মো. শাহীন, রিপন উদ্দিন ও বরিশাল জেলা মো. সোলায়মানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয় এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, কর্ণফুলী নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু তোলায় নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসব ফোরাম ঐক্যবদ্ধ থাকলে ব্যবসায়ীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব
পরবর্তী নিবন্ধ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই’