সব ফোরাম ঐক্যবদ্ধ থাকলে ব্যবসায়ীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভায় আমীর হুমায়ুন

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধক ওজন স্কেল, বন্দর ট্যারিফ ও চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক এবং ব্যবসায়ীবান্ধব করার প্রত্যয়ে মতবিনিময় সভা করেছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন। গতকাল বুধবার এসোসিয়েশনের কার্যালয়ে এই সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন, ইউনাইটেড বিজনেস ফোরাম সমপ্রতি বন্দরের বর্ধিক ট্যারিফ নিয়ে আন্দোলন করেছেসে আন্দোলনের সূচনালগ্নে বন্দর কিন্তু প্রাথমিকভাবে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করেছে। যদি চট্টগ্রামের সকল বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকে তাহলে ব্যবসায়ীদের স্বার্থে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। আমরা সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার চেম্বারের নির্বাচন হচ্ছে। আমি এই নির্বাচনকে সমর্থন জানিয়ে বলতে চাইযারাই যোগ্য প্রার্থী তাদের নির্বাচিত করুন। যাতে করে ব্যবসায়ীদের দৈনন্দিন চিহ্নিত সমস্যাগুলো অচিরেই সমাধান হবে। যা গণতান্ত্রিক কোনো নেতৃত্ব না থাকার কারণে একযুগেরও বেশি সময় ধরে সমাধান হয়নি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি ও ফোরাম সভাপতি এম এ সালাম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এসএম আবু তৈয়ব, বিজিএমইএ’র পরিচালক এমডিএম মহিউদ্দীন চৌধুরী, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

দল যার যারচেম্বার সবার এই স্লোগানে চেম্বার নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম থেকে অংশ নেওয়া অর্ডিনারি গ্রুপের প্রার্থীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম।

অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, মো. মশিউল আলম, সাবেক বিজিএমইএ পরিচালক খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।

পরে ফিশারিঘাট মৎস্যজীবী সমিতি অফিস, চট্টগ্রাম মৎস্যজীবী সমিতি ও আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টে গণসংযোগ করে ইউনাইটেড বিজনেস ফোরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি নজরুল গবেষণা কেন্দ্রের বিশেষ সেমিনার আজ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে বালু তোলায় ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা