তৃণমূল ব্যবসায়ীদের উন্নয়নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ কাজ করে যাবে

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভায় নুরুল হক

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৯ অপরাহ্ণ

চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের উন্নয়নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সবসময় কাজ করে যাবে।

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর।

বক্তব্য দেন, সম্মিলিত ব্যবসায়ী অ্যাসোসিয়েট গ্রুপের সদস্য মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস এম কামাল উদ্দিন এবং অর্ডিনারি গ্রুপের সদস্য আহমেদ রশিদ আমু, আহমেদউল আলম চৌধুরী (রাসেল), ইমাদ ইরশাদ, কাজী ইমরান এফ রহমান, মো. আবছার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা। টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সিনিয়র সহসভাপতি মো. নাছির উদ্দীন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক এস এস এস বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মো. মামুনুর রশিদ (মামুন), মোহাম্মদ আবু ছালেক প্রমুখ। সভায় সভাপতি আবদুল মান্নান ব্যবসায়ীদের চলমান ভোগান্তির বিষয় তুলে ধরে কর্ণফুলী ব্রিজের টোল বন্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদোন্নতি পেয়ে বিএসপির যুগ্মমহাসচিব হলেন মো. ইব্রাহিম মিয়া
পরবর্তী নিবন্ধধানের শীষের বিজয় নিশ্চিতে আমরা নতুন এক যুদ্ধের পথে