‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয় নবী (.)’ শীর্ষক ১০ম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত ২১ অক্টোবর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য পেশ করেন চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।

তিনি বলেন, মনীষীদের সর্বশ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মদ (.)। তিনি বিশ্ববাসীর সামনে আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রে অনুপম আদর্শ রেখে গেছেন। সমাজের অনিয়ম ও অশান্তি দূর করতে হলে তাঁর সুন্নাহই সর্বোত্তম পন্থা। তিনি শিক্ষার্থীদেরকে মহানবী ()-এর জীবনী পড়ার পরামর্শ দেন। পাশাপাশি সদা সত্যচর্চা, দুর্নীতিমুক্ত থাকা, মাবাবার আনুগত্য করা এবং নিজের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করার প্রতি উদ্বুদ্ধ করেন। এতে বিশেষ আলোচক ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এম এ ছবুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের এ্যাম্বুলেন্স সেবাপ্রধান আসিফ মাহমুদ। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মো. নাছির উদ্দীন, জে এম ইশফাকুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, জাকারিয়া আলম, জাহিদ হাসান, মোফাসসেল নিহাল, তাহামিম, আবির, রাফিদুল মাহিদ, মাহফুজুর রহমান প্রমুখ। শেষে ১০০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০ দিনব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ ২৫ অক্টোবর থেকে
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অফ সী কুইনের সেলাই মেশিন প্রদান