সমালোচনার মুখে ক্ষমা চাইলেন চাকসু সদস্য আকাশ

বুয়েট শিক্ষার্থী ধর্ষণ ইস্যুতে মন্তব্য

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

সমপ্রতি এক তরুণীকে বুয়েটের হিন্দু শিক্ষার্থী কর্তৃক ‘স্বঘোষিত ধর্ষণ’ ইস্যুতে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত না জেনেই আপত্তিকর পোস্ট করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নবনির্বাচিত নির্বাহী সদস্য আকাশ দাশ। এতে সমালোচনার সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে, সমালোচনা করেছেন চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিরাও। গতকাল দুপুরে তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। আকাশ দাশ তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করার পরপরই সমালোচনা শুরু হলে সেই পোস্টটি ডিলিট করেন এবং ক্ষমা প্রার্থনা করে আরেকটি পোস্ট দেন।

চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব তার ফেসবুক পোস্টে লিখেন, চাকসুর নির্বাহী সদস্য আকাশ দাশ তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে বুয়েটের ধর্ষণ ইস্যু নিয়ে যে গর্হিত, ঘৃণ্য, দায়িত্বজ্ঞানহীন অমানবিক মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তার মন্তব্য ধর্ষণের মতো গুরুতর অপরাধ এবং আত্মস্বীকৃত ধর্ষককে দায়মুক্তি দেওয়ার শামিল। আমরা আকাশ দাশকে তার মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাই।

নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহীম হোসেন (রনি) লিখেন, চাকসুর নবনির্বাচিত সদস্য আকাশ দাশ বুয়েটের ধর্ষণ ঘটনাকে ঘিরে তার ব্যক্তিগত ফেসবুকে যে নিন্দনীয় মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি যেন অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এই আহ্বান জানাচ্ছি।

তীব্র সমালোচনার মুখে আকাশ দাশ তার পূর্ববর্তী সেই পোস্ট ডিলিট করেন এবং ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট লিখেন। সেই পোস্টে তিনি বলেন, আমার যে পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আমি সে পোস্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি অপরাধীর পক্ষ নিয়েছি বিষয়টি এমন নয়, বরং ঘটনাটি সম্পর্কে আমি পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না। তিনি আরও বলেন, আশা করি বিষয়টা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের কাছে শর্তহীন ক্ষমা চাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধশান্তিরহাটে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নালা সংস্কার কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ