পটিয়া উপজেলার কুসুমপুরা ইউপির শান্তিরহাট বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নালা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এই প্রকল্পগুলোর জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ১৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। এর মধ্যে নালা সংস্কারের জন্য ৭ লাখ টাকা, মাছ বাজার উন্নয়নের জন্য ৬ লাখ টাকা এবং গভীর নলকূপ স্থাপনের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়।
সোমবার বিকেলে সংস্কার কাজের উদ্বোধন করেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার। উপস্থিত ছিলেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন বাদশা, সেলিম মেম্বার, নেজাম উদ্দিন, আবদুল কাদের, সেলিম হাসান, আবদুল করিম, নাছির উদ্দীন, আবদুস সালাম, আবুল কাশেম মিয়া, ফরিদুল আলম, বেলাল উদ্দিন, শহিদুল ইসলাম সুমন, মোহাম্মদ রনি, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নজির, মোহাম্মদ কায়সার, হাবিবুর রহমান হাবীব, মোহাম্মদ নঈম প্রমুখ। এর আগে, শান্তির হাট বাজারের মাছ বাজারে ব্রিক সলিংয়ের মাধ্যমে উন্নয়ন কাজ এবং গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।
এসময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার বলেন, শান্তির হাট বাজার এলাকার উন্নয়ন কাজ স্থানীয় জনগণের জীবনমান উন্নত করবে। নালা সংস্কার, মাছ বাজারের উন্নয়ন এবং নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার ব্যবসা–বাণিজ্য ও জনসাধারণের সুবিধা বৃদ্ধি পাবে। আমরা সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উন্নয়ন প্রকল্পের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার আরও উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা বিএনপির এ নেতা।