ড্রাইভার্স লাইসেন্স পেতে লাগবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ : উপদেষ্টা

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আগামীতে ড্রাইভার্স লাইসেন্স পেতে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল বুধবার তেজগাঁওয়ে সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লাইসেন্স দেওয়ার পদ্ধতিতে মূল গুরুত্ব থাকবে প্রশিক্ষণে। এখন যেসব কমিটি আছে, সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে। লাইসেন্স পাওয়ার পূর্ব শর্ত থাকবে, আপনাকে প্রশিক্ষিত হতে হবে। এজন্য আমরা বলেছি, আগামীতে লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। খবর বিডিনিউজের। ফাওজুল কবির খান বলেন, সম্ভব হলে আগামী মাস থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে, তা ঠিক করে দেবে সরকার। সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কেন্দ্র থেকেও প্রশিক্ষণ নেওয়া যাবে। ওই প্রতিষ্ঠানগুলো থেকেই লাইসেন্স দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে দুই ধাপ থাকবে। চালকদের সড়কের সাইন বুঝতে ও যানবাহন নিয়ন্ত্রণে দক্ষ করা হবে। প্রশিক্ষণের সঙ্গে শারীরিক সক্ষমতা যাচাই ও ডোপ টেস্টও বাধ্যতামূলক থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী এবং সেতু সচিব মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালে ভেসে উঠল অজ্ঞাত লাশ, সীমানা জটিলতায় উদ্ধারে বিলম্ব
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট