খাগড়াছড়ির মাটিরাঙায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল ত্রিপুরা (১৭) নামে দুই ধর্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) পলাতক রয়েছে বলে জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। পুলিশ সুপার জানায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় চারজন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ–মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ভিকটিমসহ গ্রেপ্তারকৃত দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাকী দুই ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।