সরকারি প্রশিক্ষণে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, ব্যবস্থা নিতে ইউএনও’র নির্দেশ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় সরকারি তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। যে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (২০ অক্টোবর) জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কর্মশালায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন (হোসাইন বিন ওবাইয়েদ)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

প্রশিক্ষণ শেষে তিনি নিজের ফেসবুক আইডিতে ইউএনও’র উপস্থিতিতে তোলা একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘উপজেলা সমবায় প্রশিক্ষণ সেমিনারে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী মহোদয়।’

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ির ছাত্রনেতা কামরুল হাসান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এখন উপজেলা সমবায় প্রশিক্ষণে! ওদের নাকি পুলিশ খুঁজে পায় না, অথচ প্রশাসনের সামনেই দিব্যি বসে আছে।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্না নিষিদ্ধ সংগঠনের নেতাকে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘এটি প্রশাসনের নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে।’

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূঁইয়া বলেন, ‘আমরা সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কে কোন দলের, সেটা আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এদিকে বিষয়টি নজরে আসার পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে জেলা সমবায় অফিসারকে নোটিশ দিয়েছেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। নোটিশে উল্লেখ করা হয়– ‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ফটিকছড়ি উপজেলায় উপজেলা সমবায় অফিস কর্তৃক অদ্য ২০ অক্টোবর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে আয়োজিত সমবায় বিষয়ক প্রশিক্ষণে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনকে আমন্ত্রণ জানিয়ে প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হয়। মো. আবদুস শহীদ ভুঁইয়া উপজেলা সমবায় দপ্তরের প্রধান ও উক্ত প্রশিক্ষণের পরিচালক/সমন্বয়ক হিসেবে যাচাইবাছাই ছাড়া এভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়ায়, সরকার এবং উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এই ঘটনার সম্পূর্ণ দায়দায়িত্ব তার উপর বর্তায়।’

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে স্কপের বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা
পরবর্তী নিবন্ধফজলে করিম দুদকের মামলায় শ্যোন-অ্যারেস্ট