হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালানো আকাশসহ গ্রেপ্তার ৭

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বুধবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পতেঙ্গার কাঠগড়, সীতাকুন্ডের ছোট কুমিরা এবং ইপিজেডের আকমল আলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৭ জন হলেন – আনোয়ারা বরুমছড়া এলাকার মোঃ ইমাম হোসেন প্রঃ আকাশ (২৫), একই এলাকার মোঃ হোসেন (১৯), ভোলার রাব্বি প্রঃ ছোট আকাশ (১৯),কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলা ক্রসিং এলাকার আছমা (২৮), কাঠগড় এলাকার মোঃ মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২৪)। তারা সকলেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ফাঁক গলে পালিয়ে যায় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। ওই রাতে ইমামকে ছিনিয়ে নিতে হাসপাতালের ভেতরে তিনজন—এক পুরুষ ও দুই নারী অতর্কিত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পথচারীরা একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত বিদেশি নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মেডিকেল থেকে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিএর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধসিএমপির চার থানার ওসি পদে রদবদল