চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস আব্দুল্লাহ আল নোমান স্মৃতি উন্মুক্ত কাবাডি টুর্নামেন্ট আগামী ৬–৭ নভেম্বর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী কাবাডি খেলোয়াড়দের আগামী ২৭ অক্টোবর, বিকাল ৪টার মধ্যে সিজেকেএস অফিস হতে রেজিস্ট্রশন ফরম সংগ্রহ করে পূরণ করত: ২ কপি ছবি সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে কাবাডি উপ–কমিটির সম্পাদক মো. ইশতিহাদ হোসেন শিপনকে জমা দেওয়ার জন্য কাবাডি উপ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ অনুরোধ জানিয়েছেন।