প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পালিত হলো আইইইই ডে

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

লিভারএজিং টেকনোলজি ফর এ বেটার টুমোরো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সম্প্রতি উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আইইইই ডে২০২৫। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চএর উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার চেতনা একত্রে উদযাপিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় ‘রেইজ ইউর ফ্ল্যাগ’ পর্বের মাধ্যমে। এ সময় আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় আইইইই ডে২০২৫এর বিশেষ পতাকা, যেখানে সংযোজিত ছিল আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, কম্পিউটার সোসাইটি, রোবটিক্স এন্ড অটোমেশন সোসাইটি এবং পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি অধ্যায়ের লোগো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, সম্মানিত আইইইই অ্যাডভাইজার টুটন চন্দ্র মল্লিক, সৈয়দ মো. মিনহাজ হোসেন এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন মুনা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কেক কাটার অনুষ্ঠান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চএর বর্তমান সদস্যরা। উচ্ছ্বাসমুখর পরিবেশে উপস্থিত সবাই আইইইই পরিবারের ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনটির অন্যতম আকর্ষণ ছিল আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চএর প্রাক্তন চেয়ার অনিক বড়ুয়া পরিচালিত অনুপ্রেরণামূলক সেশন-‘লাইফ সাইকেল অব এ টেক প্রোডাক্ট জার্নিআইডিয়া টু এক্সিকিউশন’।

তিনি প্রযুক্তি পণ্যের ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তবায়নের প্রতি উৎসাহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনাগাজী সমিতি চট্টগ্রামের নতুন কার্যকরী পরিষদের শপথ
পরবর্তী নিবন্ধছুরিকাহত ব্যক্তিকে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা