সোনাগাজী সমিতি চট্টগ্রামের নতুন কার্যকরী পরিষদের শপথ

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ এলাকায় একটি রেস্টুরেন্টে সোনাগাজী সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও প্রথম কার্যকরী সভা দুই পর্বে সোমবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহসভাপতি এডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক আবু আহমেদ মিঞা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মেজর (অবঃ) সোলাইমান, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জসিম উদ্দিন, বন্দর কর্মকর্তা আবু তালেব ভূঁইয়া এবং সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া ও নির্বাচন উপপরিষদের সদস্যবৃন্দ। মুক্ত আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহসভাপতি শেখ সাজ্জাদুল হক, সাইফুল আলম, প্রথম যুগ্মসম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, আবদুস সোবহান সুমন, আবদুস সোবহান এবং জামাল উদ্দিন মোল্লা প্রমুখ। সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সিরাজ উদ্দ্যোল্লাহ নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন উপপরিষদ সদস্য খুরশিদ আলম। গরিব দুস্থ স্বাস্থ্য সেবা, শিক্ষা ও শীতবস্ত্র বিতরণসহ মুছাপুর রেগুলেটর সংক্রান্ত চলমান কার্যক্রম অব্যাহত রাখা, লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ভোটারের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে পালিত হলো আইইইই ডে