ভারী যানবাহন প্রবেশ ফি এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা–কর্মচারীদের গেট পাস ফি সংক্রান্ত বর্ধিত ট্যারিফ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত নতুন ট্যারিফ কাঠামো কার্যকরের পর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, বিভিন্ন পক্ষের আপত্তি এবং আল্টিমেটামের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে বন্দর কর্তৃপক্ষ ভারী যানবাহনের প্রবেশ ফি এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা–কর্মচারীদের গেট পাস ফি’র বর্ধিত অংশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির জন্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, অন্যান্য সকল ট্যারিফ অপরিবর্তিত থাকবে এবং বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, বন্দরের সার্বিক ব্যবসায়িক পরিবেশ ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বন্দর চেয়ারম্যানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়িক স্বার্থ ও স্বচ্ছতার বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে। চিঠি পাঠানোর পর নৌপরিবহন মন্ত্রণালয়ে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।