প্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগের সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন স্মরণে দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের মৃত্যুতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত রোববার জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন ও মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, মিনহাজ হোসাইন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি কর্মঠ লোক ছিলেন এবং তাঁর অনেক গুণ ছিল।

তাঁর অবদান আমাদের সিএসই বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অমূল্য। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর ড. আহসান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন নতুন বার্তা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতক উদ্ধার