চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে। একজন মানুষ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে পারেন, কিন্তু যদি তার মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষা অর্থহীন।
তিনি গতকাল রোববার মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন। তিনি বলেন খেলার মাঠ মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বেশ কিছু মাঠ উদ্বোধন করেছি, বাকীগুলোও উদ্বোধনের জন্য কাজ চলছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা নগরের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।
এতে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল কবির চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব মোহাম্মদ বেলাল, প্রভাষক কানিজ হেলাল উদ্দিন, আলাউদ্দিন আলী নূর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।