আনোয়ারায় আলোচিত সিএনজি টেক্সি চালক মো. সাজ্জাদ (২২) হত্যা মামলার আরেক আসামি আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাউজান উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সিএনজি চালক সাজ্জাদকে গত ১৪ সেপ্টম্বর উপজেলার বটতলী রুস্তমহাট বাজার থেকে বরুমচড়া কানুমাঝির হাট এলাকায় নিয়ে ‘গামছা গ্যাং’ এর প্রধান সাইফুল ও তার ছোট ভাই আশরাফুলের নেতৃত্বে এ চক্রের ৭/৮ জন সদস্য সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার দুই দিন পর পুলিশ হত্যাকাণ্ডের শিকার সাজ্জাদের লাশ উদ্ধার করে। আর ঘটনার ২৬দিন পর মামলার অপর দুই আসামি স্থানীয় রমজান আলী ও মো. হারুন পুলিশের অভিযানে গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হয়। আর এ হত্যাকাণ্ডের প্রধান আসামি সাইফুলকে অন্য একটি মামলায় চন্দনাইশ থানা পুলিশ গ্রেপ্তার করে।
পরে আনোয়ারা থানা পুলিশ আদালতের মাধ্যমে সাইফুলকে রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদে সাজ্জাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য দেয়। সাইফুলের দেওয়া তথ্যমতে তার ছোট ভাই মামলার অন্যতম আসামি আশরাফুলকে পুলিশ রাউজানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, মামলার প্রধান আসামি সাইফুল একজন ঠান্ডা মাথার খুনি। ইতিমধ্যে সিএনজি চুরিসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করতে গিয়ে গামছা পেছিয়ে একই কায়দায় সাতটির অধিক খুন করে। গ্রেপ্তার আশরাফুল পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা চক্রটির গঠন, উদ্দেশ্য ও অন্য সদস্যদের পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। গ্রেপ্তার আশরাফুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।