সাতকানিয়ার যুবলীগ নেতা বাকলিয়ায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আসলাম মির্জা রিমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মো. ইখতেখারউদ্দিন বলেন, আসলাম মির্জা রিমনকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার আসলাম মির্জা রিমন দক্ষিণ ঢেমশা চেয়ারম্যানবাড়ির মৃত সরওয়ার জামালের ছেলে। তিনি ঢেমশা ইউপির সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের সক্রিয় নেতা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা